কলেজছাত্রী প্রীতির প্রতিপক্ষ কে ছিল?
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলি ছুড়ে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপুকে হত্যা করা হয়েছে। এ সময় সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতিও (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
শুক্রবার (২৫ মার্চ) লেখক ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ এ ঘটনায় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছিলো সাবেকুন নাহার সনি। সনির দোষ ছিলো না।
সে ছিলো ছাত্রদলের টেন্ডার বাণিজ্যের বলি। সনি হত্যার বিচার ও ছাত্রদলের নির্মমতা কম আলোচিত হয়নি দীর্ঘ সময়ে। আবারও অনেকটা একইরকম ঘটনার পুনরাবৃত্তি হলো।
রাজনৈতিক প্রতিহিংসা আর মৃত্যু নিয়ে খেলার মাঝে পড়ে মারা গেলো বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্সের ছাত্রী প্রীতি। যদিও এখানে মারা গেছে প্রতিপক্ষের টার্গেটে থাকা বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি জাহিদুল ইসলাম টিপু।
কোনো মৃত্যুই কাম্য নয়। টিপুরও না। দুই সন্তানের পিতা তিনি। পিতৃহারা দুই সন্তানের মুখ কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না। তবে টিপু প্রতিহিংসার শিকার, টিপুর প্রতিপক্ষ আছে। কিন্তু এই কলেজছাত্রী প্রীতির প্রতিপক্ষ কে?
যে নিরীহ মেয়েটা রাতে বান্ধবীর সঙ্গে ঘুরতে বের হলো, কোনো কারণ ছাড়াই শরীরে গুলিবিদ্ধ হয়ে মারা গেলো। তার প্রতিপক্ষ সন্দেহাতীতভাবে এই রাষ্ট্র। বিচারহীনতা, ক্ষমতার আধিপত্য, আইনের ঊর্ধ্বে চলে যাওয়ার রাজনৈতিক পরিচয় যখন বড় হয়ে যায় তখন প্রীতিদের বা আমাদের কেউ থাকে না।
রাষ্ট্র তুমি নমনীয় হও। মানবিক হও। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াও...”
এমআরএম/জিকেএস
টাইমলাইন
- ০৮:৩২ এএম, ০৫ এপ্রিল ২০২২ টিপু হত্যা: শুটার মাসুমের মোটরসাইকেলচালক শামীম নজরদারিতে
- ০২:৪৬ পিএম, ২৭ মার্চ ২০২২ মামলা থেকে ‘অব্যাহতির আশ্বাসে’ টিপুকে হত্যার কন্ট্রাক্ট নেন মাসুম
- ০২:২৩ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতিকে হত্যার পর সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন মাসুম
- ০২:১০ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতি হত্যার ৪৮ ঘণ্টা পর মূল শুটার মাসুম গ্রেফতার
- ১২:০৭ পিএম, ২৭ মার্চ ২০২২ আওয়ামী লীগ নেতা টিপু হত্যা: শুটার গ্রেফতার
- ০৪:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২২ টিপু হত্যাকাণ্ড: শিগগির ‘ভালো খবর’ জানাবে ডিবি
- ০৭:৩৪ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু-প্রীতির খুনিরা রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০৫:১৭ পিএম, ২৫ মার্চ ২০২২ মতিঝিলে টিপুর জানাজা সম্পন্ন, অংশ নিলেন মেয়র তাপস
- ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে
- ০৪:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২২ ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি, টিপুর শরীরেই লাগে ১০টি
- ০৩:৫৮ পিএম, ২৫ মার্চ ২০২২ বিচার কার কাছে চাইবো: প্রীতির বাবা
- ০২:৪০ পিএম, ২৫ মার্চ ২০২২ কলেজছাত্রী প্রীতির প্রতিপক্ষ কে ছিল?
- ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: আসামি শনাক্তে কাজ করছে র্যাব
- ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
- ০২:২৯ এএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতা খুন: গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা
- ১১:৪০ পিএম, ২৪ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা