ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

সিনেমা নয় বাস্তবের দৃশ্য

প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

সিনেমার রোমাঞ্চকর দৃশ্য বাস্তবে দেখা গেলে মানুষ পুলকিত বা শিহরিত হয়না চমকে ওঠে। এমনই এক দৃশ্য বুধবার দেখা যায় রাজধানী ঢাকায়। যা দেখে রীতিমত ভয় পেয়ে যায় মানুষ।

Gari

ছবির এই দৃশ্যটা দেখে অনেকে হয়তবা মনে করতে পারেন কোনো সিনেমার শুটিং চলছে! এরকম সিনেমার দৃশ্য সাধারণত বলিউড/হলিউড সিনেমার অ্যাকশনে দেখা যায়। বুধবার বেলা ১২টা ১৫ মিনিটে ঠিক সিনেমার চিত্রের মতই একটি দৃশ্য দেখা গেলো রাজধানীর পরিবাগ এলাকার সেলিম বাহাদুরি এপার্টমেন্টে।

Gari

ঘটনা সূত্রে জানা যায়, গাড়িটির চালক ব্রেক করতে গিয়ে ভুল বসত এক্সসিলেটরে  পা দেন। এর ফলে গ্রিল ভেঙ্গে গাড়ির অর্ধেকটা প্রায় বাইরে চলে আসে। এসময় বাইরে থেকে এ দৃশ্য দেখতে পাওয়া মানুষ চমকে ওঠেন। অনেকে আবার দৃশ্যটি মুঠোফোনে তুলে নিতেও ভুল করেননি।

এসএইচএস/পিআর