অধিনায়ক শান্তর বক্তব্য, সত্য নাকি রম্য?
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ১৪৫ রান তাড়া করতে পারলো না বাংলাদেশ! পরপর দুই ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া হয়ে গেল। দুই ম্যাচেই রীতিমত ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমনভাবে হারবে টাইগাররা, সেটা কল্পনাও করতে পারেননি অনেকে।
তাই তো ২৪ মে সকাল থেকে একটি ফটোপোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেটি রীতিমত ভাইরাল হয়ে যায়। তাতে লেখা রয়েছে, ‘‘আমেরিকার টিমে ছয় টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলে। তারা যখন খেলে, ওই ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করে। স্বাভাবিকভাবেই, তারা আমাদের চেয়ে বেশি দোয়া পায়।- নাজমুল হাসান শান্ত, অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দল।’’
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফটোপোস্ট। ছবি: সংগৃহীত
খোঁজ নিয়ে জানা যায়, এমন কোনো বক্তব্য নাজমুল হাসান শান্ত দেননি। এমন বক্তব্যের কোনো অডিও বা ভিডিও রেকর্ডও খুঁজে পাওয়া যায়নি। কোনো গণমাধ্যমেও এমন বক্তব্যের হদিস নেই। হয়তো কেউ ফান (দুষ্টুমি) করেই ইমেজটি তৈরি করেছেন। সেখান থেকেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে ফটোপোস্টটি।
জাগো নিউজের সংবাদ সূত্রে জানা যায়, ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হার নিয়ে বলেছেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি।’
আরও পড়ুন
স্কিলে সমস্যা নেই, মানসিকতা বদলাতে হবে: শান্ত
শান্ত ওই সময় বলেছেন, ‘হ্যাঁ, আমরা সত্যি বলতে ভালো খেলিনি। তবে আমাদের হাতে এখনো একটি ম্যাচ আছে, পরের ম্যাচে পরিকল্পনা করে বাস্তবায়ন করত হবে।’
তিনি আরও বলেছেন, ‘আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই। আমাদের মানসিকতা এবং মাইন্ডসেট বদলাতে হবে। গত দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি।’
সুতরাং ধরেই নিতে পারি, পরাজয়ের গ্লানি ভুলতে এই রম্য পোস্টটি ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই পোস্টে বিভিন্ন মন্তব্যও করছেন ক্রিকেটপ্রেমীরা। নিজের ওয়ালেও পোস্ট করে মজা করছেন তারা। তবে অনেকেই হয়তো যাচাই-বাছাই না করেই ব্ক্তব্যটিকে সত্য বলে বিবেচনা করছেন।
এসইউ/এমএস