ভিডিও EN
  1. Home/
  2. সালতামামি

ফিরে দেখা মার্চ

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

২০১৫ সালের মার্চ মাস ছিল নানা কারণে ঘটনাবহুল। সেই মাসে রাজনৈতিক সংকট ছিল প্রকট। অবরোধ আর আন্দোলনে উত্তাল ছিল রাজনীতির ময়দান। চলুন জেনে নেই ২০১৫ সালের মার্চ মাসের প্রতিটি দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি।

১ মার্চ :
১. হরতালে ৪৩টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুরে কলেজ ছাত্র নিহত।
২. ২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত।

২ মার্চ :
১. ২০ দলীয় জোটের অবরোধের ৫৬ দিন, ঢাকায় ১২ গাড়িতে আগুন।
২. দিনভর খালেদা জিয়ার গ্রেফতারের গুঞ্জন।

৩ মার্চ :
১. অবরোধের ৫৭ দিনে এক ট্রাক চালকের মৃত্যু্।
২. তিস্তা চুক্তিতে মমতার সম্মতি।

৪ মার্চ :
১. খালেদা নিজেই গ্রেফতার হতে চান, সংসদে প্রধানমন্ত্রী।
২. পেট্রলবোমায় ১৬ জন দগ্ধ।

৫ মার্চ :
১. অভিজিৎ হত্যার তদন্তে ঢাকায় এফবিআই।
২. স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়।

৬ মার্চ :
১. ২৭ কেজি সোনার বারসহ উত্তর কোরিয়ার দূতাবাসের এক সেক্রেটারি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক।
২. ২০ দলীয় জোটের অবরোধের ৬০ দিন।

৭ মার্চ :
১. ঐতিহাসিক ৭ মার্চ পালিত।
২. প্রধানমন্ত্রীর গাড়িবহরের পিছনে ককটেল বিস্ফোরণ।

৮ মার্চ :
১. ২০ দলীয় জোটের অবরোধে ২ জনের মৃত্যু, ৬ গাড়িতে আগুন।
২. নারী দিবস উৎযাপন।

৯ মার্চ :
১. বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ।

১০ মার্চ :
১. লিবিয়ায় আইএস এর হাতে আটক আরও এক বাংলাদেশি।

১১ মার্চ :
১. বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আটক।
২. জাইকার ৪০০ কোটি টাকার ঋণ প্রত্যাহারের হুমকি।

১২ মার্চ :
মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্টের কারখানায় ৭ নির্মাণ শ্রমিকের মৃত্যু।

১৩ মার্চ :
১. সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সংবিধান পরিবর্তন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
২. সংলাপের প্রস্তাব বিএনপির।

১৪ মার্চ :
১. খালেদার সংলাপের প্রস্তাবকে নাকচ করেন প্রধানমন্ত্রী।

১৫ মার্চ :
১. শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেফতার।
২. হরতাল, অবরোধের নামে জ্বালাও পোড়াও বেশিদিন থাকবে না-প্রধানমন্ত্রী।

১৬ মার্চ :
১. বড়পুকুরিয়া কয়লা খনির মামলায় খালেদা জিয়াকে আদালতে তলব।

১৭ মার্চ :
বঙ্গবন্ধুর জন্মদিন পালন।

১৮ মার্চ :
সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা।

১৯ মার্চ :
১. বিশ্বকাপ ক্রিকেটে বাজে আম্পায়ারিং এর কারণে ভারতের কাছে বাংলাদেশের হার।
২. ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধি মানতে এক দিনের মধ্যেই সকল পোস্টার ও ব্যানার নামানোর নির্দেশ।

২০ মার্চ :
১. বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় আ হ ম মুস্তফা কামালকে আইসিসি’র হুমকি।
২. চট্টগ্রামে মেয়র পদে আ. লীগের আ জ ম নাসিরের নাম ঘোষণা।

২১ মার্চ :
সিটি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বিএনপির।

২২ মার্চ :
১. বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে মামলা নিয়ে দলটির উৎকণ্ঠা।
২. বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে হেরে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল।

২৩ মার্চ :
১. ২০ দলীয় জোটের অবরোধে ৪ জনের মৃত্যু।

২৪ মার্চ :
ভোটের অজুহাতে কোনো আসামিকেই ছাড় না দেবার ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

২৫ মার্চ :
১. অপারেশন সার্চলাইট : ভয়াল গণহত্যা দিবস পালিত।
২. ৫৫ দিন পর হরতাল মুক্ত একটি দিন।
৩. নির্বাচন ইস্যু নিয়ে ইসিতে বিএনপি’র বুদ্ধিজীবীরা।

২৬ মার্চ :
১. নাশকতা ও জঙ্গিবাদ রুখে দেবার অঙ্গীকার নিয়ে স্বাধীনতা দিবস পালিত।

২৭ মার্চ :
১. নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ ট্র্যাজেডি : পূণ্যস্নানে ১০ জনের মৃত্যু।
২. ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর।

২৮ মার্চ :
১. মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।
২. গ্রেফতার আতংকে বিএনপি নেতারা সশরীরে মনোনয়ন জমা দেননি।

২৯ মার্চ :
১. আচরণবিধি লংঘন করেই মনোনয়নপত্র জমা আওয়ামী লীগের।
২. কামালকে বঞ্চিত করে শ্রীনির প্রতিশোধ : বিশ্বকাপ ট্রফি প্রদান।

৩০ মার্চ :
১. তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা।
২. মুঠোফোন ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সার চার্জ আরোপের আইন চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়।

৩১ মার্চ :
১. আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রতিবেদনে বলা হয় বন্দুকযুদ্ধে এগিয়ে পুলিশ।
২. রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে হাতুড়িপেটায় এক শিক্ষিকা নিহত।

এএম/এআরএস/এমএস