ভিডিও EN
  1. Home/
  2. সালতামামি

ইতি ঘটলো হাতে লেখা পাসপোর্ট যুগের

প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৫

খ্রিস্টপূর্ব ৪৫০ সালে পারশিয়ার প্রথম রাজা পৃথিবীর সর্বপ্রথম হাতে লেখা পাসপোর্টটি ইস্যু করেছিলেন। এরপর ১৮৬৬ সালে জাপানে, ১৮৯৮ সালে চীনে এবং ১৯০০ সালে রাশিয়ায় ইস্যু করার মাধ্যমে শুরু হয় হাতে লেখা পাসপোর্টের যুগ। ২০১৫ সালে প্রায় আড়াই হাজার বছর পর ইতি ঘটলো আদিম যুগের এই পাসপোর্টের। কেবল বাংলাদেশে নয়, এ বছরের ২৪ নভেম্বর গোটা পৃথিবী থেকে বিদায় ঘটেছে এই পাসপোর্টের। এসেছে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ডিজিটাল যুগ।

এর আগে, ২০০৫ সালে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) এক সভায় ২০১৫ সালের ২৪ নভেম্বরের মধ্যে এমআরপি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়। পৃথিবীজুড়ে সন্ত্রাসীদের অবাধ বিচরণ ঠেকাতে ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতেই সেসময় সিদ্ধান্তটি নেয়া হয়েছিল।

আইকাওয়ের সিদ্ধান্তের অংশ হিসেবে, ২০১০ সালে  ১ এপ্রিল বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর এমআরপি তৈরি ও বিতরণ প্রকল্প শুরু করে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের হিসেব অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশের প্রায় ১ কোটি ২৫ লাখ নাগরিক এমআরপি নিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় ২৪ লাখ বাংলাদেশিদের হাতেও এমআরপি পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে গত ২৫ নভেম্বর আইকাও-এর কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য হাতে লেখা পাসপোর্টের মেয়াদ ২০১৮ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। তবে সেই আবেদন নাকচ করে আইকাও।

এ বিষয়ে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এন এম জিয়াউল আলম জাগো নিউজকে বলেন, বিদেশে অবস্থানরত বেশিরভাগ বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পেয়েছেন। সময় যেহেতু শেষ তাই বাকিদের দ্রুত বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস থেকে এমআরপি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রবাসীদের ইতোমধ্যে অনুরোধ করেছে পাসপোর্ট অধিদফতর। তবে তাৎক্ষণিকভাবে প্রবাসীরা দূতাবাস বা হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাসপোর্ট’ নিয়ে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা।

শেষ মুহূর্তে পাসপোর্ট পরিবর্তন ও গ্রহণের এই চাপে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট প্রদানে ব্যর্থ হচ্ছে অধিদফতর। ৭ কার্যদিবসের জরুরি পাসপোর্ট ১৫ দিনে এবং ১৫ কার্যদিবসের সাধারণ পাসপোর্ট ৩০ দিনের বেশি সময়ে পাওয়ার অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে এন এম জিয়াউল আলম বলেন, হাতে লেখা পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার কারণে এখন চাপ একটু বেশি। তবে আমরা নির্দিষ্ট তারিখে পাসপোর্ট প্রদানের চেষ্টা করে যাচ্ছি।

এআর/জেডএইচ

আরও পড়ুন