ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যে আয়াতের ফজিলতে আমলের ভুল-ভ্রান্তি দূর হয়

প্রকাশিত: ০৭:২২ এএম, ১৭ মে ২০১৬

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল-বিকাল সুরা রূমের (১৭ থেকে ১৯) তিনটি আয়াত পাঠ করবে, তার সারা দিন ও সারা রাতের সকল আমলের ভুল-ভ্রান্তিসমূহ এ আয়াতত্রয় তিলাওয়াতের বরকতে দূর করে দেয়া হবে। (আবু দাউদ, তাবারানি)

সুরা রূমের আয়াতগুলো হলো-

Amal-Inner

উচ্চারণ : ফাসুবহা-নাল্লা-হি হি-না তুমসু-না ওয়া হি-না তুসবিহু-ন। ওয়া লাহুল হামদু ফিস সামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়া আ’শিয়্যাওঁ ওয়া হি-না তুজহিরূ-ন। ইয়ুখরিঝুল হাইয়্যা মিনাল মায়্যিতি ওয়া ইয়ুখরিঝুল মায়্যিতা মিনাল হাইয়্যি ওয়া ইয়ুহই’ল আরদা বা’দা মাওতিহা- ওয়া কাজা-লিকা তুখরাঝু-ন। (সুরা রূম : আয়াত ১৭-১৯)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুরা রূমের এ তিন আয়াত সকাল-বিকাল তিলাওয়াতের মাধ্যমে সারা দিন ও সারা রাতের আমলের সকল ত্রুটি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন