ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

শেষ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিচালক মো. তৌহিদুল আনোয়ার।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুনাইদ আল হাবীব এবং মসজিদে বায়তুল হারাম, লালমাটিয়ার খতিব মাওলানা কাজী আবু হোরায়রা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষে ১৫ সেপ্টেম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, কিরাত মাহফিল ইত্যাদি।

এমওএস/জেডএইচ/