ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কুরআন প্রতিযোগিতার জন্য হাফেজ সোলায়মান নির্বাচিত

প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০২ মে ২০১৬

আগামী ২৫ জুন থেকে জর্ডানের রাজধানী আম্মানে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা চলবে ১ জুলাই পর্যন্ত।

এ উপলক্ষে ৩০ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বাছাই পরীক্ষার আয়োজন করে।

দুই শতাধিক হাফেজে কুরআন বাছাই পরীক্ষায় অংশ গ্রহণ করে। এতে কৃতিত্বের সঙ্গে উর্ত্তীণ হন হাফেজ সোলায়মান হাওলাদার। ভোলা জেলায় জন্ম নেয়া হাফেজ সোলায়মান যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র।

২০১৫ সালে তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হাফেজ সোলায়মান ৪র্থ স্থান লাভ করেন।

জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ সোলায়মান হাওলাদার। তাঁর প্রতি রইলো শুভ কামনা।

এমএমএস/আরআইপি