ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বিশ্বনবির ওপর ঈমান আনার গুরুত্ব

প্রকাশিত: ০৯:২০ এএম, ২৮ এপ্রিল ২০১৬

সর্বজন স্বীকৃতি কথা হচ্ছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত দুনিয়ার সমগ্র মানব ও জিন জাতির জন্য। কারণ বিশ্বনবির আবির্ভাবের পর পূর্ববর্তী সকল শরিয়তের বিধান রহিত হয়ে গেছে। শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের মাধ্যমে নবি-রাসুলদের আগমণের ধারাও বন্ধ হয়ে যায়। ফলে তাঁর ওপর অবতীর্ণ কুরআনে বিধানই সকল উম্মাহর জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।

পরকালে নাজাত পেতে চাইলে ধর্মবর্ণ নির্বিশেষ সকলকেই তার আনীত বিধানের অনুসারী হতে হবে। সর্বোপরি তাঁর ওপরই ঈমান আনতে হবে। যারা বিশ্বনিবর প্রতি ঈমান আনা থেকে বিরত থাকবে তাদের অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে। এ প্রসঙ্গে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস তুলে ধরা হলো-

Hadith-Inner

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হবে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন! এ উম্মতের যে কেউ, চাই সে ইয়াহুদি হোক বা নাসারা। আমার রিসালাতের কথা শুনে, অথচ আমি যা সহকারে প্রেরিত হয়েছি তার ওপর ঈমান না এনে মৃত্যুবরণ করে, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। (মুসলিম)

আল্লাহ তাআলা সমগ্র জাতিকে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন