ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে

প্রকাশিত: ১০:০১ এএম, ২৬ এপ্রিল ২০১৬

মুসলমানের সবচেয়ে দামি সম্পদ ঈমান। যে ব্যক্তি আন্তরিকতা সঙ্গে ঈমানের স্বাদ লাভের কাজগুলো সঠিকভাবে পালন করতে সক্ষম হয়েছে, তাঁরাই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো-

Hadith

হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‌সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে, আল্লাহ তাআলাকে প্রভু, ইসলামকে জীবন ব্যবস্থা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। (মুসলিম)

এ হাদিসে বিশ্বনবি মুসলিম উম্মাহর জন্য ছোট্ট একটি টিপস দিয়েছেন। যে টিপসটি পালন করতে পারলে সে ব্যক্তি সফল ঈমানদার। যা হাদিসে আলোচিত হয়েছে। তা হলো-

১. প্রভুত্বের ব্যাপারে আল্লাহর ব্যতিত অন্য কারো কাছে নতি স্বীকার করা থেকে বিরত থাকা।
২. দ্বীন বা জীবন ব্যবস্থা হিসেবে শুধুমাত্র ইসলামকেই গ্রহণ করা।
৩. নবুয়তের ব্যাপারে পূর্ববর্তী সকল শরিয়ত থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি হিসেবে সবচেয়ে বেশি ভালোবাসা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ কাজগুলো পরিপূর্ণ ভালোবাসার সঙ্গে গ্রহণ করে কর্মে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

আরও পড়ুন