ব্রেইল প্রযুক্তিতে দৃষ্টিপ্রতিবন্ধীর কুরআন তিলাওয়াত (ভিডিও)
প্রযুক্তি আল্লাহর অনুগ্রহের একটি, যা আল্লাহর দেয়া মেধার বহিঃপ্রকাশ। এ প্রযুক্তির কল্যাণে আবিষ্কৃত হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির ইলেক্ট্রনিক্স সংযোজন। যা ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীরা সহজ ও সাবলিলভাবে কুরআন তিলাওয়াত করতে পারবে। এমনই একটি সংবাদ প্রকাশ করেছে ইলমফিড ডটকম (www.ilmfeed.com)।
প্রযুক্তির কল্যাণে দৃষ্টি প্রতিবন্ধীরা এখন সহজে কুরআন তিলাওয়াত করতে সক্ষম। যা সহজে বহনযোগ্য এবং কার্যকরী। ইতিপূর্বে দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন তিলাওয়াতের মাধ্যম ছিল কাগজের ব্রেইল পদ্ধতির বিশাল আকৃতির প্রকাশনা। যা বহনেও ছিল কষ্টকর। দৃষ্টি প্রতিবন্ধীরা কোথাও গেলে তা বহন করতে পারতো না।
কুরআনুল কারিমের ইলেক্ট্রনিক ব্রেইল মেশিন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সহজে বহনযোগ্য। যা তাদের দীর্ঘ দিনের চাহিদা পূরণে অসম্ভব ভূমিকা রাখবে।
ইলেক্ট্রনিক ব্রেইল মেশিন ব্যবহারে এক দৃষ্টিপ্রতিবন্ধীর চমৎকার কুরআন তিলাওয়াতের ভিডিও দেখুন-
এমএমএস/পিআর