ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ঋণ পরিশোধের দোয়া

প্রকাশিত: ১১:১০ এএম, ২৪ এপ্রিল ২০১৬

মানুষ দুনিয়াবী প্রয়োজনে অভাবগ্রস্ত হয়ে ধার-দেনা বা ঋণ করে থাকে। অনেক সময় মানুষ দুনিয়াবি কারণবশত অথবা আল্লাহর অসন্তুষ্টির কারণে প্রচণ্ড অভাবগ্রস্ত হয়ে পড়ে। যার ফলে সে দেনাদারের ঋণ পরিশোধে অপারগ হয়ে পড়ে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেনাদারের ঋণ পরিশোধ করতে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য হজরত আলি রাদিয়াল্লাহু আনহুকে একটি দোয়া শিখিয়েছিলেন। যা তুলে ধরা হলো-

হজরত আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদা তার নিকট এক ঋণগ্রস্ত ব্যক্তি এসে বলে, আমি আমার ঋণ পরিশোধ করতে অক্ষম, আমাকে সাহায্য করুন! হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে এমন এক বাক্য শিখাব না? যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে শিখিয়েছেন। যদি তোমার ওপর পাহাড় পরিমাণ ঋণের চাপও থাকে, আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তুমি বলবে-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। (তিরমিজি, মিশকাত)

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে হালালের সাহায্যে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ব্যতিত সকল কিছু হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও। অর্থাৎ তুমি ছাড়া যেন আমাকে আর কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন না হয়।

আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

আরও পড়ুন