ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

পরিপূর্ণ ঈমানদার হওয়ার পূর্বশর্ত বিশ্বনবির ভালোবাসা

প্রকাশিত: ১০:২৭ এএম, ২৩ এপ্রিল ২০১৬

দুনিয়ার সকল মানুষই পরিপূর্ণ ঈমানদার হতে চায়  কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে হলে মানুষের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। আর তা হলো পৃথিবীর সব কিছু থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অধিক ভালোবাসতে হবে। পরিপূর্ণ ঈমানদার হতে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস তুলে ধরা হলো-

Hadith

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না; যে পর্যন্ত আমি (রাসুলুল্লাহ) তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্তুতি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হবো। (বুখারি ও মুসলিম)

আলোচ্য হাদিসে বিশ্বনবির ভালোবাসাকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার শর্তারোপ করা হয়েছে। কারণ হলো- বিশ্বনবির প্রতি অত্যাধিক নিষ্ঠা এবং ভালোবাসা না থাকলে তাঁর আদর্শ যথাযথ অনুসরণ সম্ভব নয়। এ জন্য ভালোবাসাসহ আদর্শ বাস্তবায়নে পিতা-মাতা, সন্তান-সন্তুতি এমনকি নিজের ভোগ-বিলাস, আশা-আকঙ্ক্ষার বিসর্জন দিতে হবে বিশ্বনবির আদর্শের সামনে। তবেই পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব।

বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারিতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা উল্লেখিত হয়েছে, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসুল! সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার আত্মা ব্যতিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, না, তোমার আত্মা বা জীবন হতেও আমাকে অধিক প্রিয় মনে করতে হবে। হজরত ওমর বললেন, হ্যাঁ, এখন আপনি আমার জীবন হতেও বেশি প্রিয়। তখন বিশ্বনবি বললেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার।

উপরোক্ত হাদিসদ্বয় থেকে ‍অনুমান করা যায় যে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে বিশ্বনবির ভালোবাসা তথা তাঁর আদর্শকে কতটা ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বিশ্বনবির আদর্শ কুরআন-সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

আরও পড়ুন