ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ঈমানের সর্বোত্তম ও সর্বনিম্ন শাখা

প্রকাশিত: ০৭:০৫ এএম, ১৬ এপ্রিল ২০১৬

ঈমান বা বিশ্বাসের মূল্য আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি। তাইতো মুসলমানের কাছেও ঈমানের চেয়ে মহামূল্যবান আর কিছুই নেই। ঈমানের উপর ভিত্তি করে মানুষের দুনিয়া ও পরকালের সকল হিসাব-নিকাষ চূড়ান্ত হবে। তাই কুরআন এবং হাদিসে ঈমান সম্পর্কিত অসংখ্য আলোচনা রয়েছে। ঈমানের সর্বোত্তম ও সর্বনিম্ন শাখা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস তুলে ধরা হলো-

ঈমানের সর্বোত্তম ও সর্বনিম্ন শাখা-2

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘ঈমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলা।[মনে মননে এ কথায় বিশ্বাস স্থাপন করা] আর সর্বনিন্ম শাখা হচ্ছে ‘(চলাচলের) পথের মধ্য হতে কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া (কাঁটা, পাথর ইত্যাদি) এবং লজ্জা হলো ঈমানের একটি (গুরুত্বপূর্ণ) শাখা বিশেষ। (বুখারি ও মুসলিম)

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের শিক্ষা অনুযায়ী ঈমানের সর্বোত্তম শাখা থেকে শুরু করে সর্বনিম্ন শাখা পর্যন্ত যথাযথ বিশ্বাস ও সম্মানের সহিত পালন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

আরও পড়ুন