ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

রহমত লাভের দোয়া

প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১২ এপ্রিল ২০১৬

আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তাঁর প্রতিনিধি করেছেন। এ প্রতিনিধিত্ব যথাযথভাবে পালন করতে আল্লাহ তাআলা রহমত ব্যতিত সম্ভব নয়। আসহাবে কাহাফের অধিবাসীরাও আল্লাহ তাআলার নিকট রহমত লাভের দোয়া করেন এবং দ্বীন প্রচারের কাজ সহজ হওয়ার জন্য দোয়া করেন। এ দোয়াটি আল্লাহ তাআলার পছন্দ হয় বিধায় মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তাআলা এ দোয়াটি কুরআনে তুলে ধরেছেন-

Doa-Inner
 
উচ্চারণ : রাব্বানা আতিনা মিল্লাদুংকা রাহমাতাওঁ ওয়া হাইয়্যিঅ লানা মিন আমরিনা রাশাদা।

অর্থ : ‘হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।’ (সুরা কাহফ : আয়াত ১০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত দান করুন। দ্বীন প্রচারের কাজ সহজ হতে এবং রহমত লাভ করতে তাঁর নিকট প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন