ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

প্রাকৃতিক দুর্যোগের সময় পড়ার দোয়া

প্রকাশিত: ০৮:১৪ এএম, ১০ মার্চ ২০১৬

প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষাস্বরূপ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তার উম্মতকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এক সঙ্গে ধ্বংস না করা হয়। প্রাকৃতিক ‍দুর্যোগের সময় আল্লাহর রাসুল বেশি বেশি তাওবা-ইসতেগফার করতেন এবং অন্যান্যদেরকেও নির্দেশ তা পড়ার নির্দেশ দিতেন।

Doa

উচ্চারণ : ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ’
অর্থ : আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি এবং ভরসা নেই। (বুখারি ও মুসলিম)

তাছাড়া বিপদাপদে পড়লে দোয়া ইউনস পড়ার কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে-

Doa-inner

উচ্চারণ- লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনজ জ্বালিমিন।
অর্থ : আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি অপরাধের অন্তর্ভূক্ত। (সুরা আম্বিয়া : আয়াত ৮৭)

সুতরাং প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আল্লাহর দরবারে তাওবা ও ইসতিগফার করব। আল্লাহ তআলা বিপদাপদের মুহূর্তে আমাদেরকে তাওবা ও ইসতেগফার ও তাঁর নিকট প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

আরও পড়ুন