ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নারীর ব্যক্তিগত অধিকারে ইসলাম

প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৮ মার্চ ২০১৬

ইসলাম পূর্ববর্তী যুগে একজন নারী সতিত্ব রক্ষা থেকে শুরু করে শিক্ষার অধিকার, উত্তম আচরণ লাভের অধিকার এমনকি চরম নির্মমতার শিকার উত্তরাধিকার থেকেও বঞ্চিত ছিল। যার নিশ্চয়তা দান করেছে ইসলাম। নারীর ব্যক্তিগত অধিকারের কিছু দিক তুলে ধরা হলো-

সতিত্ব রক্ষা : ইসলাম নারীকে সতিত্ব রক্ষার অধিকার দিয়েছে। আর পুরুষকেও গুরুত্ব দিয়েছে যাতে তার সতিত্বের অধিকার সংবরণ করে। আল্লাহ বলেন, ‘হে রাসুল! (সা:) ঈমানদারদের বলে দিন, যেন তাদের দৃষ্টি অবনত রাখে আর নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা তাদের জন্য সতিত্ব রক্ষার উপায়। আল্লাহ এ সম্বন্ধে অবগত আছেন যা তারা সম্পন্ন করে। আর হে রাসুল! বিশ্বাসী মহিলাদের বলে দিন যে, পুরুষদের সামনে আসলে তাদের দৃষ্টিকে যাতে অবনমিত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন না করে”। (সুরা নূর : আয়াত ৩০-৩১)

শিক্ষার অধিকার : দুনিয়া ও আখিরাতের সম্পর্কে শিক্ষা গ্রহণ করা যেমন পুরুষের উচিত তেমনি নারীরও। এ বিষয়ে বিশ্বনবীর বক্তব্য হলো- ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপর ফরজ।’ (ইবনে মাজাহ)

উত্তম আচরণের অধিকার : নারীদের সাথে ক্ষমা, মার্জনা, কোমলতা ও স্নেহ মমতা পূর্ণ উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন বিশ্বনবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্নিত, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মহিলাদের সাথে উত্তম ব্যবহার করার ব্যাপারে আমার নির্দেশ মেনে চল। কারণ তোমাদের পাঁজর থেকে তাদের সৃষ্টি করা হয়েছে। আর সবচেয়ে উপরের পাঁজর বেশী বাঁকা হয়ে থাকে। যদি তোমরা তাকে সোজা করার চেষ্টা কর তাহলে ভেঙ্গে যাবে। আর তার অবস্থার উপর ছেড়ে রাখলে ও সব সময় বাঁকাই থাকবে। অতএব মহিলাদের বিষয়ে উত্তম আচরণ করার ব্যাপারে আমার নির্দেশ গ্রহন করে নাও।’ (বুখারি)

উত্তরাধিকারের অধিকার : মর্যাদা রক্ষা ও আর্থিক নিশ্চয়তার জন্য ইসলাম স্বামী, পিতা ও নিকটাত্মীয়দের সম্পদে নারীকে উত্তরাধিকার প্রদান করেছে। স্ত্রীকে মোহর প্রদান করা স্বামীর উপর ফরজ আবশ্যক। আল্লাহ বলেন, ‘তোমরা তাদের মোহর স্বেচ্ছায় খুশি মনে আদায় কর।’ (সুরা নিসা : আয়াত ৪)

স্বামীর সম্পদে স্ত্রীর অধিকারে আল্লাহ বলেন, ‘স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্য হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ যা তোমরা ছেড়ে যাও। ওসিয়াতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর।’ (সুরা নিসা : আয়াত ১২)

পিতা ও নিকটাত্মীয়দের সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন, ‘নারীদেরও অংশ রয়েছে ঐ সমস্ত সম্পদে, যা তাদের পিতা ও নিকটাত্মীয়গণ রেখে গেছে।’ (সুরা নিসা : আয়াত ৭)

যেহেতু ইসলামই নারীকে একমাত্র অনুপম জীবনাদর্শ দিয়েছে। ব্যক্তিগত জীবনের সকল অধিকার অক্ষুন্ন রাখার অধিকারও দিয়েছে। তাই মুসলিম উম্মাহর উচিত আল্লাহর বিধান অনুসারে সমাজের সর্বস্তরে নারীর অধিকার নিশ্চিত করা। আল্লাহ তাআলা সবাইকে নারী অধিকার আদায়ে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন