ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জানাযার পর চল্লিশ কদম হাঁটার পদ্ধতি

প্রকাশিত: ০৯:১১ এএম, ০৬ মার্চ ২০১৬

মৃত ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাতের নামাজ হলো জানাযা। এ নামাজ আদায় করা জীবিতদের উপর ফরজে কিফায়া। জানাযার নামাজ সম্পন্ন হওয়ার পর মৃত ব্যক্তিকে কাঁধে নেয়া, চল্লিশ কদম হাঁটায়ও রয়েছে ছাওয়াবের ঘোষণা। লাশ কাঁধে চল্লিশ কদম হাঁটার মুস্তাহাব পদ্ধতি তুলে ধরা হলো-

জানাযা কাঁধে উঠিয়ে চলার সময় মুস্তাহাব পদ্ধতি হলো- লাশসহ খাঁট বহনকারী ব্যক্তি সামনের পায়া ডান কাঁধে নিয়ে দশ কদম চলতে হয়। প্রত্যেক দশ কদম পর পর পায়া বদল করতে হয়। এমনিভাবে যেতে হয় চল্লিশ কদম। হাদিসের এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাযা (জানাযার পর মৃত ব্যক্তির লাশ) কাঁধে করে চল্লিশ কদম যাবে, তার চল্লিশটি কবিরা গোনাহ ক্ষমা করে দেয়া হয়। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাযার মতো ফজিলতপূর্ণ কাজ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন