ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

হত্যাকাণ্ডের ফয়সালায় গরু জবেহের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৬ মার্চ ২০১৬

বনি ইসরাইল জাতির এক ধনাঢ্য ব্যক্তি আততায়ীর হাতে নিহত হয়। এ হত্যাকাণ্ডের ফয়সালার ভার আসে হজরত মুসা আলাইহিস সালামের নিকট। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হত্যাকাণ্ডের ফয়সালার জন্য দোয়া করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটি গরু জবেহের নির্দেশ দেন। যে নির্দেশ পালনে বনি ইসরাইল জাতি গড়িমসি ও হঠকারিতা শুরু করেন। যা কুরআনে এসেছে-

Quran-inner

আর (সে সময়কে স্মরণ কর) যখন মুসা (আলাইহিস সালাম) তাঁর জাতিকে বলেছিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গরু জবেহ করার আদেশ দিচ্ছেন, তখন তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা (আলাইহিস সালাম) বলেছিলেন, আল্লাহ না করুন, আমি কি মূর্খ লোকদের অর্ন্তগত হতে পারি? (সুরা বাক্বারা : আয়াত ৬৭)

বনি ইসরাইলদের মধ্যে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। কেউ বলেন এ হত্যাকাণ্ডটি ছিল বিবাহজনিত। আবার কেউ কেউ বলেন, এটি ছিল মিরাস সংক্রান্ত।

গরু জবেহের এ নির্দেশ পালনে বনি ইসরাইল জাতি গড়িমসি, হঠকারিতা ও বিভিন্ন প্রশ্নবানে মুসা আলাইহিস সালামকে জর্জরিত করতে থাকে। আল্লাহ তাআলা এ ঘটনাকে মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয় করেই কুরআনে বর্ণনা করেছেন। সবাইকে আল্লাহর হুকুম পালনে এ ঘটনা থেকে শিক্ষাগ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন