ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

শিশুর নিরাপত্তায় ইসলাম

প্রকাশিত: ১০:১৬ এএম, ০৫ মার্চ ২০১৬

শিশুদের জীবনের নিরাপত্তা বিধানে ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। কুরআন মাজিদে আল্লাহ তাআলা শিশুর জীবনের নিরাপত্তার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। তাকিদ রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের হাদিসেও। শিশুর নিরাপত্তায় কুরাআন-হাদিসের বক্তব্য তুলে ধরা হলো-

শান্তি, যুদ্ধ, ঠাণ্ডা ও গরমে আদরের ছোট সোনামনিদের জীবনের নিরাপত্তা বিধানে ইসলাম বিশেষ গুরুত্বারোপ করেছে। আল্লাহ বলেন, এবং তোমরা নিজেদের সন্তানদের হত্যা করো না। (সুরা আনআম : আয়াত ৫১)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার পোষ্যদের ক্ষতি সাধন করে। (আবু দাউদ, রিয়াদুস সালেহীন)

কুরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী শিশুদের অমঙ্গল হয় এমন সব পরিস্থিতিতেও শিশুদের প্রতি যত্নবান হওয়া জরুরি।
যারা শিশুর নিরাপত্তা বিধানে অবহেলা করে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর ভাষায় বলেছেন, ‘যারা নিজেদের সন্তানদের হত্যা করেছে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। (সুরা আনআম : আয়াত ১৪০)

সুতরাং শিশু বাচ্চাদের বেড়ে ওঠাসহ তাদের পরিচর্যায় যথেষ্ট যত্নবান হওয়া আবশ্যকীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিশুর প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস