ঈমানের পরিচয়
একজন মানুষ ঈমান গ্রহণ করার মাধ্যমে মুসলমান হয়। মানুষের উচিত ঈমান সম্পর্কে আমাদের জানা। ঈমান কী? এখানে ঈমানের পরিচয় তুলে ধরা হলো-
ঈমান (اِيْمَان) শব্দটির সাধারণ অর্থ হলো- বিশ্বাস। এছাড়াও আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা, স্বীকৃতি দেয়া অর্থেও ব্যবহৃত হয়। ছয়টি বিশ্বাসের উপর ঈমান প্রতিষ্ঠিত-
১. আল্লাহ, ২. ফেরেশতাগণ, ৩. আসমানী কিতাবসমূহ, ৪. রসূলগণ, ৫. শেষ দিবস এবং ৬. ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা।
ইসলামি শরীয়তের পরিভাষায় ঈমান-
ক. ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি হলো ঈমান।
খ. ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত সকল বিধি-বিধানসহ তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান।
গ. ইমাম শাফেয়ী, মালেক ও আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিমের মতে, অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আরকানসমূহ (ইসলামের বিধি-বিধান) কার্যে পরিণত করার নাম ঈমান।
পরিশেষে…
যেহেতু ঈমান শব্দটির অর্থ বিশ্বাস করা। আর ইসলামের পরিভাষায় অন্তরে বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেয়া এবং সে মোতাবেক কাজে বাস্তবায়ন করা। তাহলে বুঝা গেল যে, কথা ও কাজের নামই হলো ঈমান।
সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরোক্ত ছয়টি বিষয়ের উপর অন্তরের বিশ্বাসের সঙ্গে সঙ্গে জবানের স্বীকৃতি এবং সে মোতাবেক কার্যে বাস্তবায়ন করার মাধ্যমে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন।
এমএমএস/আরআইপি