ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

দেশের জন্য দোয়া

প্রকাশিত: ০৪:১৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য দুনিয়ার জীবনে স্থায়ী পরিচয়ের জন্য আলাদা আলাদা ভুখণ্ড করে প্রত্যেক জাতিকে আলাদা আলাদা জাতি হিসেবে পরিচিত করে তুলেছেন। প্রত্যেকের একান্ত করণীয় নিজস্ব পরিচয় তথা দেশ ও জাতির জন্য দোয়া করা। যেভাবে নিজের মঙ্গল কামনা করে। যে দোয়াটি শিখিয়েছিলেন হজরত ইবরাহিম আলাইহিস সালাম, যখন তিনি নিজ সন্তান ও স্ত্রীকে জনমানবহীন এলাকায় একাকি রেখে এসেছেন। কুরআনে সে দোয়াটি আল্লাহ তাআলা উল্লেখ করেন, বান্দার শিক্ষার জন্য। দেশের জন্য দোয়াটি এখানে তুলে ধরা হলো-
رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ
উচ্চারণ: রাব্বিঝআ’ল হাজা বালাদা আ-মিনাওঁ ওয়াঝনুবনি ওয়া বানিইয়্যা আন না’বুদাল আচনাম।
অর্থ : ‘হে প্রভু! এই শহরকে শান্তিময় করে দাও। এবং আমাকে ও আমার সন্তানদিকে মূর্তিপূজা থেকে দূরে রাখ।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৫)
আল্লাহর কাছে দেশের নাম উল্লেখ করে এভাবেও দোয়া করা যায়-
اَللَّهُمَّ احْفَظْنَا بِلَادِنَا بَنْغَلَادِيْش
উচ্চারণ : আল্লাহুম্মাহফাজনা বিলাদিনা বাংলাদেশ।
অর্থ : হে আল্লাহ! আপনি বাংলাদেশকে হিফাজত করুন।
আল্লাহ তাআলা বাংলা ভাষাভাষী সকলকে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন