জানাযার পর দাফন পর্যন্ত থাকার ফজিলত
ঈমানের সঙ্গে ছাওয়াবের নিয়তে মৃত ব্যক্তির জানাযা পড়া এবং দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করা সুন্নাত। মৃত ব্যক্তির দাফনের জন্য কবরস্থানে যাওয়া পুরুষদের জন্য বৈধ। মহিলাদের জন্য বৈধ নয়। জানাযার পর দাফন পর্যন্ত অপেক্ষার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস আছে। যা তুলে ধরা হলো-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাযায় ঈমান সহকারে ও ছাওয়াবের আশায় শরিক হয় এবং জানাযা ও সমাধি পর্যন্ত থাকে সে দুই কিরাত নেকি পাবে। প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাযা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে ফিরবে। (বুখারি, মুসলিম)
সুতরাং সময় এবং সুযোগ থাকলে জানাযার নামাজের পর মৃত ব্যক্তিকে দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করে দুই কিরাত নেকি লাভ করা উত্তম কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুই কিরাত নেকি লাভ করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর