ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

পাপ কাজ থেকে বেঁচে থাকার দোয়া

প্রকাশিত: ১০:৩৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

আল্লাহর রহমত ছাড়া অন্যায়-অপরাধ তথা গোনাহের কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ খালেছ বান্দা হওয়ার জন্য যেমন আল্লাহর একান্ত রহমত প্রয়োজন, ঠিক তেমনি গোনাহ তথা পাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর রহমতের বিকল্প নেই। পাপ কাজ থেকে হিফাজত থাকার দোয়াটি তুলে ধরা হলো-

Doa-Inner

উচ্চারণ : আল−-হুম্মা ইন্নি আউজুবিকা মিন মুংকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ’মা-লি ওয়াল আহওয়া-ই।
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’ (তিরমিজি, রিয়াদুচ ছালিহীন)
উৎস : হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক হতে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন- আল−-হুম্মা ইন্নি আউজুবিকা মিন মুংকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ’মা-লি ওয়াল আহওয়া-ই’ - ‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’

সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো পদ্ধতিতে পাপ কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন