ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জানাযার নামাজের ফরজ ও সুন্নাত

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

জানাযার নামাজ আদায় করা ফরজে কিফায়া। মুসলমানদের পক্ষ থেকে যে কেউ পড়লেই ফরজ আদায় হয়ে যাবে। এ নামাজ হচ্ছে আল্লাহর দরবারে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী সমবেত হয়ে তার জন্য দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। জানাযার নামাজে বেশি লোক হওয়া ভালো। কিন্তু লোক সমাগমের জন্য জানাযা বেশি দেরি করা ঠিক নয়। জানাযার নামাজের ফরজ ও সুন্নাত তুলে ধরে হলো-

জানাযা নামাজের ফরজ ২টি

১. আল্লাহু আকবার চার বলা। প্রতি তাকবির এক রাকাআতের স্থলাভিষিক্ত। এ নামাজে রুকু, সিজদা নেই। ২. জানাযার জন্য দাঁড়ানো। ওজর ব্যতিত বসে জানাযার নামাজ আদায় করা বৈধ নয়। কোনো কিছু উপর ওঠে নামাজ পড়াও বৈধ নয়।

জানাযার নামাজের সুন্নাত ৪টি

১. আল্লাহর হামদ ও সানা পড়া;

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ পড়া;

৩. মৃত ব্যক্তির জন্য দোয়া করা।

৪. জানাযার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নাত। বেশি কাতার করতে কোনো বাঁধা নেই। তবে কাতার বেজোড় করা উত্তম।

সুতরাং জানাযার নামাজের ফরজ এবং সুন্নাতগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস

আরও পড়ুন