ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সহযোগিতা প্রদানকারীর জন্য দোয়া

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

সমাজে এমন অনেক লোক রয়েছে, যারা মানুষকে মুক্ত হস্তে দান করেন। অভুক্ত মানুষকে খাদ্য দান করেন। অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেন থাকেন। তাদের জন্য দোয়া করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বারোপ করেছেন। দোয়াটি তুলে ধরা হলো-

Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মা বা-রিক লাহুম ফি-মা- রাযাক্বতাহুম, ওয়াগফিরলাহুম, ওয়ারহামহুম (তিরমিজি, মুসলিম)

অর্থ : হে আল্লাহ! তুমি তাদেরকে যা দান করেছ তাতে তুমি বরকত দাও এবং তাদেরকে তুমি ক্ষমা করে দাও ও তাদের প্রতি দয়া কর।

সুতরাং দানকারী, সাহায্যকারী, খাদ্য বিতরণকারীর জন্য দোয়া করা অত্যন্ত আবশ্যক। আল্লাহ তাআল উম্মাতে মুসলিমাকে নিয়ামাতের শুকরিয়া আদায় এবং সহযোগিতা প্রদানকারীদের প্রতি দোয়া ও রহমত কামনা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন