সঠিক পথে চলার দোয়া
মানুষ আল্লাহ দেয়া বিধান-জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনায় হালাল রিযিক ভক্ষণ করে তাঁর ইবাদাত বন্দেগি করবে। আল্লাহ তাআলা ঘোষণাও তাই। এ জন্য সঠিক পথের উপর থেকে কুরআন-হাদিস জ্ঞান মোতাবেক জীবন পরিচালনার পাশাপাশি হালাল রিযিক্ব অন্বেষণ করে সঠিক পদ্ধতিতে ইবাদাত-বন্দেগির তাওফিক কামনা করতে হবে আল্লাহ কাছে। এমনি একটি দোয়া এসেছে হাদিসে-
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআঁও ওয়া রিঝক্বান ত্বাইয়্যিবাঁও ওয়া আমালাম্ মুতাক্বববিলা।
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান, হালাল রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (মুসনাদ আহমদ, মিশকাত)
সুতরাং আল্লাহ তাআলা বান্দার প্রতি রহম স্বরূপ উক্ত দোয়ার মাধ্যমে কুরআন-হাদিসের জ্ঞান, হালাল রিযিক্ব এবং কবুলযোগ্য ইবাদাত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর