ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যে কাজে মানুষের আমল ধ্বংস হয়

প্রকাশিত: ০৫:২৮ এএম, ১১ জানুয়ারি ২০১৬

মানুষের প্রতিটি কর্ম যদি আল্লাহ ও তাঁর রাসুলের পথ ও মত অনুযায়ী হয়। তবেই আল্লাহ তাআলা কর্তৃক প্রতিনিধি প্রেরণের উদ্দেশ্য সফল হবে। দুনিয়াতে মানুষের ৫টি সর্বোত্তম কাজকে ইবলিস শয়তান ৩টি কাজের মাধ্যমে ধ্বংস করে দেয়। যা তুলে ধরা হলো-

ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া হলো একটি বাগান। এতে রয়েছে-

১. ওলামায়ে কেরামের ইলম বা জ্ঞান। যা পথহারা মানুষকে সঠিক পথ নির্দেশনা দেয়।

২. ক্ষমতায় অধিষ্ঠিত নেতার সুবিচার। যার মাধ্যমে মানুষ সঠিক ফয়সালা পায়।

৩. ইবাদাত-বন্দেগিতে মশগুল লোকদের ইবাদাত। যা মানুষকে আল্লাহর ভয় ও মহব্বত তৈরিতে উদ্বুদ্ধ করে।

৪. ব্যবসায়ীদের আমানত। অর্থাৎ হালাল ও হারাম মেনে ব্যবসা পরিচালনাকরী ব্যবসায়ী। যিনি ব্যবসা পরিচালনায় আমানতদার।

৫. নসিহতকারীদের নসিহত। যা ইলম বঞ্চিত মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দেয়।

ইবলিস শয়তান মানব বাগানের এ পাঁচটি সর্বোত্তম জিনিসকে ধ্বংস করার জন্য সদা প্রস্তুত। এর জন্য তিনটি ক্ষতিকর কাজকে মানুষের সামনে দাঁড় করিয়েছে। আর তা হলো-

ক. ইলম, সুবিচার ও ইবাদাতের পাশে রেখেছে রিয়া বা লোক দেখানোর দুর্বলতা নামক আমল ধ্বংসকারী জিনিস।

খ. ব্যবসায়ীর আমানতকে নষ্ট করতে পাশে রেখেছে খিয়ানাত।

গ. দ্বীনের নসিহতকে কলংকিত করতে পাশে রেখেছে প্রতারণা নামক কলংক।

সুতরাং আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন উম্মাতে মুসলিমাকে উপরোক্ত পাঁচটি কাজ করতে গিয়ে রিয়া, খিয়ানাত ও প্রতরণা থেকে হিফাজত করেন। যথাযথভাবে আল্লাহর পথে চলার তাওফিক দান করেন। আমিন।

এমএমএস/এমএস