ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সাদকার মাধ্যমে চিকিৎসা

প্রকাশিত: ১২:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

আল্লাহ তাআলা পৃথিবীতে রোগ দিয়েছেন পাশাপাশি তার চিকিৎসাও দিয়েছেন। কিন্তু এমন অনেক রোগ রয়েছে যার কোনো চিকিৎসা নেই। যা শুধুমাত্র সাদকার মাধ্যমে আরোগ্য লাভ করে। লন্ডন থেকে প্রকাশিত আরবি সাপ্তাহিক পত্রিকা ‘আল মুসলিমুন’-এর ১৮১তম সংখ্যায় সাদকার মাধ্যমে চিকিৎসার একটি বাস্তব ঘটনা উঠে এসেছে। যা তুলে ধরা হলো-
দামেস্কের হাসপাতালে চাকরিরত অবিবাহিত ডাক্তার ঈসা মারযুকী। শরীর খারাপ হওয়ায় চেকআপে জানা গেল সে ক্যান্সারে আক্রান্ত। তখন তার বিবাহের কথা চলছিল। পাত্রীকে জানানো হলো তাকে যেন বিবাহ না করে। কারণ সে ক্যান্সারে আক্রান্ত। কিন্তু হবু স্ত্রী তাদের খবরকে প্রত্যাখ্যান করলো। চিকিৎসা শুরু হলো কিছুতেই কিছু হলো না। দিন দিন শরীর খারাপ হতে থাকল। মেডিকেল রিপোর্ট আসলো সে আর দিন কয়েক পৃথিবীতে বেঁচে থাকতে পারে।

এদিকে ডা. ঈসা মারযুকী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস পড়েছিল যেখানে বর্ণিত ছিল-

Sadaka-Inner
অর্থ : হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর। (সহিহুল জামে, মাজমাউয যাওয়ায়েদ, আবু দাউদ ফি মারাসিল)

এমতাবস্থায় তার এ হাদিসের কথা স্মরণ হলো এবং সে মাথা উঠিয়ে জানতে চাইল- হাদিসটি কি সঠিক? যদি সহিহ, সঠিক হয় তবে সাদকার মাধ্যমেই আমার রোগের চিকিৎসা হওয়া উচিত। কেননা বহু চিকিৎসাইতো করা হলো। একটি নিঃস্ব পরিবার সম্পর্কে তার জানা ছিল। তাদের গৃহকর্তা মৃত্যুবরণ করেছিল এবং তারা খুব মানবেতর জীবন-যাপন করতে ছিল। চিকিৎসায় তার পূঁজি প্রায় শেষ। যে টুকু ছিল তা সে তার এক বন্ধুকে দিয়ে ঐ বাড়িতে পৌঁছে দিল এবং সবকিছু তাঁদেরকে জানাল যে, সে এ সাদকার মাধ্যমে আরোগ্য লাভ করার আশা করে। অতএব তার সুস্থতার জন্য দোয়া করুন।
সত্যিই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ বাণীর প্রতিক্রিয়া সত্যে পরিণত হলো, সে আস্তে আস্তে সুস্থ্যতা লাভ করতে লাগলো। কিছুদিন পর চিকিৎসকদের বোর্ডের সামনে সে আবারো আসলো। পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্টে দেখা গেল সে সম্পূর্ণ সুস্থ। সে বোর্ডকে জানাল যে, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিয়েছি।

পরিশেষে...
এর মানে এই নয় যে, বাহ্যিক ব্যবস্থাপনা গ্রহণ করা যাবে না এবং অসুস্থাবস্থায় ডাক্তারের স্মরণাপন্ন হওয়া যাবে না। বরং অসুস্থ হলে ডাক্তারের কাছেও যেতে হবে। সুতরাং এ বিশ্বাস রাখতে হবে যে, নিঃসন্দেহে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বিশুদ্ধ এবং সন্দেহাতীত কথা যে, এমন এক মহান সত্ত্বা রয়েছেন যিনি কোনো ওষুধ ব্যতিতই রোগীকে সুস্থ করতে পারেন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে সাদকা করার মাধ্যমে জটিল ও কঠিন রোগ থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি