ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

খাওয়ার শেষে পড়ার দোয়া

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৮:২০ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

খাওয়া-দাওয়ার শুরুতে যেমন রয়েছে দোয়া ও করণীয়। খাওয়ার শেষেও রয়েছে আল্লাহর শুকরিয়া আদায়ের নির্দেশনা। খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায়ে হাদিসের কয়েকটি নির্দেশনামূলক আমল তুলে ধরা হলো-

ক. হজরত মুয়াজ ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোনো মুসলমান খাবার বস্তু ও পাণীয় গ্রহণের পর এ দোয়াটি পড়লে তার পূর্বের গোনাহ মাফ করে দেয়া হয়। দোয়াটি হলো-

Doa-inner

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানি হাজাত ত্বাআমা ওয়া রাযাক্বানিহি মিন গাইরি হাওলিম মিন্নি ওয়া লা কুউওয়াতিন। (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

অর্থ : সমস্ত্র প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাকে পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়াই খাওয়ালেন এবং রুজি দান করলেন।

খ. হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন,     রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পান করতেন, তখন বলতেন-

Doa-inner

উচ্চারণ- আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমা, ওয়া সাক্বা ওয়া সাউওয়াগাহু ওয়া ঝাআলা লাহু মাখরাঝা। (আবু দাউদ, মিশকাত)
অর্থ : এ আল্লাহর প্রশংসা যিনি খাওয়ালেন, পান করালেন এবং সহজভাবে প্রবেশ করালেন ও তা বের হওয়ার ব্যবস্থা করলেন।
গ. সমাজে প্রচলিত দোয়া-

Doa-inner

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানা ওয়া সাক্বানা ওয়া ঝাআলানা মিনাল মুসলিমিন। (আবু দাউদ, মিশকাত)
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান হিসেবে অন্তর্ভূক্ত করলেন।

সুতরাং খাবার গ্রহণের পর উপরোক্ত দোয়াগুলো থেকে যে কোনো একটি দোয়া পড়লেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত ও কল্যাণ লাভ হবে। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমার নেক আমলগুলো কবুল করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন