ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়

প্রকাশিত: ১০:৩৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশে আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলি বলেছেন, আজ ইসলামের বিরুদ্ধে বহুমুখি ষড়যন্ত্র চলছে। মুসলামানদের জঙ্গি আখ্যায়িত করে তাদের কোণঠাসা করার অপচেষ্টা চলছে। অথচ বাস্তবতা হলো ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়। কেনো ধরনের অন্যায়, অরাজকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম প্রশ্রয় দেয় না।

সোমবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ আনজুমানে তালামিজে ইসলামিয়ার সিলেট বিভাগীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ হলো নবী করিম (সা.), সাহাবায়ে কিরাম ও আউলিয়ায়ে কিরামের আদর্শ। যুগে যুগে উলামা-মুহাদ্দিসিন, ওলি-আউলিয়া সকলে চার মাজহাবের অনুসরণে যে আদর্শ বাস্তবায়নে জীবন চালিয়ে গেছেন। আজ মাজহাবের বিরুদ্ধে অপপ্রচার চালোনা হচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। প্রত্যেক অঞ্চলে ইসলামের প্রকৃত আদর্শের পতাকা উড্ডয়ন করতে হবে। শান্তিপূর্ণভাবে দ্বীনের খিদমত চালিয়ে যেতে হবে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফা হাসান চৌধুরী গিলমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা. শরীফ উদ্দিন। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান এবং অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদাচ্ছেরীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।

বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যক্ষ মাওলানা এম এ নুর, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ছরওয়ারে জাহান, মুফতি মাওলানা আবু নছর জিহাদী, নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ প্রমুখ।

ড. শমশের আলী বলেন, আমরা নিজেরা আজ নিজেদের কলুষিত করছি। নিজেদের দুর্গতি ও পতন ডেকে আনছি। কারণ আমারা কুরআন-সুন্নাহ অনুসরণ করছি না। কুরআন ও রাসুল মানলে মানুষের চরিত্র উন্নত হয়। মানুষ বিনয়ী হয়। বিনয় ইসলামের ভূষণ। ইসলামে অহংকারের স্থান নেই।  সুতরাং আমাদের বিনয়ী হতে হবে। আজ পশ্চিমারা মানবতা ও উন্নত চরিত্রের কথা বলেন। তারা তো এসব ইসলাম থেকে নিয়েছে। অথচ আমরা তা থেকে দূরে সরে যাচ্ছি।

মাওলান রুহুল আমিন খান বলেন, আজ আমরা বড়ই ক্রান্তিকাল অতিক্রম করছি। দুনিয়ার দিকে দিকে মুসলমানরা লাঞ্চিত, বঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িত। এ থেকে উত্তরণের জন্য ইসলামের প্রকৃত আদর্শে আমাদের জেগে উঠতে হবে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান ও আল্লামা ফুলতলীসহ ওলি-আউলিয়ার পথ অনুসরণে দ্বীনি আন্দোলন চালিয়ে যেথে হবে।

মাওলানা মোমতাজী বলেন, ইসলামকে কলুষিত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলে অপপ্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্ছার হতে হবে। ইসলামের প্রকৃত আদর্শকে সমাজে উপস্থাপন করতে হবে।

ছামির মাহমুদ/বিএ