করোনায়ও কাবা শরিফের রক্ষণাবেক্ষণ অব্যাহত
কাবা শরিফ। মুসলিম উম্মাহর সর্বোচ্চ আবেগ ও ভালোবাসার স্থান। বিরামহীনভাবে এর নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সংস্কার অব্যাহত থাকে। মহামারি করোনার এ সময়েও এর ব্যত্যয় ঘটেনি। গত ২৭ জানুয়ারি ২০২১ একদল দক্ষ কর্মীবাহিনী পবিত্র কাবা শরিফের কিসওয়া তথা গিলাফের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করেছেন।
সৌদি গেজেট-এর তথ্য মতে, দুই পবিত্র মসজিদের দায়িত্বশীল সর্বোচ্চ সংস্থা হারামাইন কর্তৃপক্ষ তথা অ্যাফেয়ার্স অব জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে পবিত্র কাবা শরিফের কিসওয়ার রক্ষণাবেক্ষণ সম্পন্ন হয়েছে।
পুরো বছরজুড়ে কাবা শরিফের বিভিন্ন বিষয়ে বিরামহীন নজরদারি অব্যাহত থাকে। কাবা শরিফের কিসওয়ার সংস্কারটি নির্ধারিত কার্যক্রমের অংশ। মহামারি করোনার এ সময়েও এ তদারকির ব্যত্যয় ঘটেনি।
হারামাইন কর্তৃপক্ষের পরিকল্পনা ও পরিচালনায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে পবিত্র কাবা শরিফের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম ও দেখাশোনা পরিচালিত হয়।
যেহেতু বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। এর মাঝেই চলছে পবিত্র ওমরাহ কার্যক্রম। সে কারণেই পবিত্র কাবা শরিফের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবানুমুক্তকরণ কার্যক্রমও নিয়মতান্ত্রিকভাবেই অব্যাহত রয়েছে। এ কাজে নিয়োজিত রয়েছে নির্ধারিত সংখ্যক সুদক্ষ বিশেষ কর্মী বাহিনী। যারা শুধু কাবা শরিফের পরিচর্যায়ই নিয়োজিত।
এমএমএস/এমকেএইচ