ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ইসলামের মৌলিক বিশ্বাস

প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৬ নভেম্বর ২০১৫

ইসলামের স্তম্ভ পাঁচটি। এ পাঁচটি বিষয়ে মানুষের মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের মাধ্যমে একজন মানুষ হয়ে উঠে পরিপূর্ণ ঈমানদার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস খানি তুলে ধরা হলো-
Hadith

হজরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, পাঁচটি খুঁটির উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে। একথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মোহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। নামায কায়েম করা, জাকাত আদায় করা, আল্লাহর ঘরে হজ্জ করা এবং রমযানের রোযা রাখা। (বুখারী ও মুসলিম)

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/পিআর