সঠিকভাবে কর্ম সম্পাদনের দোয়া
মানুষের নানাবিধ কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজন আল্লাহর রহমত। কিভাবে আল্লাহর রহমত লাভ করা যাবে তা তিনি কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। যা এখানে তা তুলে ধরা হলো-
رَبَّنَا اَتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّ هَيِّئْ لَنَامِنْ أَمْرِنَا رَشَداً
উচ্চারণ : ‘রাব্বানা- আতিনা- মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিই লানা- মিন আমরিনা- রাশাদা। (সুরা কাহ্ফ : আয়াত ১০)
অর্থ : হে আমদের রব! আমাদেরকে আপনার নিকট থেকে রহমাত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদন করার তাওফিক দান করুন।
উৎস- তাফসিরে ইবনে কাছীরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে-
আছহাবে কাহাফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচার নির্যাতনে ঘর-বাড়ি, সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। তখন যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারেন সে কারণে উক্ত দোয়া করেছিলেন।
তাছাড় কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করতে চায় তবে এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে পারে। আল্লাহ বান্দার প্রত্যেক কাজে রহমত ও বরকত দান করবেন।
সুতরাং আল্লাহ তাআলা কুরআনের এ গুরুত্বপূর্ণ আয়াতের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে তাঁর রহমত ও কল্যাণ লাভ করার তাওফিক দান করুন। আমিন।
জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]
জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।
এমএমএস/আরআইপি