ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি আজ

প্রকাশিত: ১০:০০ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ (মঙ্গলবার)। রাতে শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। একই সঙ্গে আজ সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদ্যাপিত হবে দীপাবলি উৎসব।

দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।

প্রতিবছরের মতো এবারো দেশের হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদ্যাপনের প্রস্তুতি নিয়েছে। সন্ধ্যায় মন্দির মেলাঙ্গনে সহস্র প্রদীপ জ্বালিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে দীপাবলি উৎসব। আর রাত ১০টার পর পূজা শুরু হবে।

সনাতন ধর্মবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন শক্তির প্রতীক। তারা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। আর দীপাবলি অর্থ আলোর উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় ঘোষণা করে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিকেল সাড়ে ৫টায় সহস্র প্রদীপ জ্বালানো হবে।

রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমে ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব হবে। সন্ধ্যায় ঢাকা দক্ষি­ণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন উৎসবের উদ্বোধন করবেন। রাত ১২টা ১ মিনিটে শ্যামাপূজা শুরু হবে। ভোররাত থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

বিএ