ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সফলতা লাভের আমল

প্রকাশিত: ০৫:০৭ এএম, ৩১ অক্টোবর ২০১৫

সফলতা লাভ আল্লাহর রহমত। তাঁর রহমত ব্যতিত সফলতা লাভ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন মানুষকে সফলতার পথ দেখানোর জন্য। কী করলে মানুষ কামিয়াব লাভ করবে আর কোন কাজ মানুষের সব আমলকে ব্যর্থ করে দিবে। তাইতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেসালাতের মিশনে এসে সমগ্র মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন সফলতা লাভের উত্তম আমল।

Hadith-Inner

হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নজদের অধিবাসী এক ব্যক্তি এলো। তার মাথার চুল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত। সে বলল- আমার ওপর এছাড়া আরো সালাত আছে কি? তিনি বললেন- ‘না’ তবে নফল আদায় করতে পার। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- রমজানের রোজা। সে বলল- আমার ওপর এছাড়া আরো রোজা আছে কি? তিনি বললেন- ‘না’ তবে নফল আদায় করতে পার। বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জাকাতের কথা বললেন। সে বলল- আমার ওপর এছাড়া আরো আছে? তিনি বললেন- ‘না’ তবে নফল হিসেবে দিতে পার। বর্ণনাকারী বলেন- সে ব্যক্তি এ বলে চলে গেলন, ‘আল্লাহর শপথ! আমি এর চেয়ে অধিকও করব না, কমও করব না। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘সে সফলকাম হবে যদি সত্য বলে।’ (বুখারি ও মুসলিম)

সুতরাং বুঝ গেল, সফলতা লাভের আমলগুলো হলো-
ক. দিনে রাতে-পাঁচ ওয়াক্ত (ফরজ) নামাজ আদায় করা।
খ. রমজানের ফরজ রোজা রাখা।
গ. জাকাত আদায় করা। সম্ভব হলে অতিরিক্ত নফল নামাজ, নফল রোজা এবং আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে দান করা।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ নির্দেশনা অনুযায়ী আমল করা আবশ্যক কর্তব্য। যা পরকালে আমাদের নাজাতের একমাত্র পথ। হে আল্লাহ! আপনি আমাদের উক্ত ফরজ আমলগুলো আদায় করে আখিরাতে সফলতা আমাদের জন্য কবুল করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/এমএস