ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নামাজে যে দরূদ পড়তে হয়

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

নামাজের আখেরি বৈঠক তথা শেষ বৈঠকে তাশাহহুদের পর যে দরূদ শরিফ পড়তে হয় তাকে দরূদে ইবরাহিম বলে। এ দরূদ পড়া সুন্নাতে মুআক্কাদা। যার গুরুত্ব অত্যধিক। অনেকেই দরূদে ইবরাহিম না জানার কারণে অনেক ছাওয়া থেকে বঞ্চিত। এ গুরুত্বপূর্ণ দরূদ শরীফ সবার জন্য তুলে ধরা হলো-

দরূদে ইবরাহিম
Durud
উচ্চারণ : আল্লা-হুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিউঁ ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিউঁ ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা বা-রাকতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। (বুখারি, মুসলিম ও মিশকাত)

অর্থ : ‘হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ কর, যেভাবে ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ করেছিলে। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত।
‘হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান কর, যেভাবে ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করেছিলে। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/আরআইপি

আরও পড়ুন