ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নিউইয়র্কে দুর্গাপূজা ১৮ থেকে ২৩ অক্টোবর

প্রকাশিত: ০৭:২০ এএম, ১৫ অক্টোবর ২০১৫

তিথি ও বিধি অনুযায়ী নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কে মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন পোস্টার, লিফলেট ও বিজ্ঞাপন দিয়ে প্রচারণা শুরু করেছে।

৫ দিন ব্যাপী দুর্গাপূজার অনুষ্ঠান সূচিতে রয়েছে- পুষ্পাঞ্জলি, আরতী, চন্ডিপাঠ ও আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও কলকাতার বিখ্যাত শিল্পীগণ অংশগ্রহণ করবেন।

যেসব মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সেগুলো হলো- জ্যাকসন হাইটসের ওঁম শক্তি, জ্যামাইকার মহামায়া, উড সাইডের দিব্যধাম, জ্যামাইকার ১৫০-২৫ হিলসাইড এভিনিউয়ের বাবা বালকনাথ, নিউইয়র্কের উড সাইডের গুলশান টেরেসে ও সাউথ রিচমন্ড হিলের ৯৭-১৯ ১২৭ স্ট্রিটের শ্রী শ্রী হরিমন্দির।

পূজায় সকল ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্টরা।

জেডএইচ/আরএস/আরআইপি