হিজাব ও গাউন পরে মসজিদ দেখলেন ইভানকা ট্রাম্প
ইভানকা ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। আরবের ঐতিহ্যবাহী লম্বা গাউন পরে কালো হিজাব মাথায় রোববার আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন। খবর রয়টার্স।
ইভানকা ট্রাম্প নারীর ক্ষমতায়নবিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরাম’ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। সংযুক্ত আরব আমিরাতে সফররত মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভানকা ট্রাম্প রোববার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর স্থাপনা আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে যান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও কন্যা ইভানকা ট্রাম্প মসজিদ পরিদর্শনের সময় খালি পায়ে মসজিদে প্রবেশ করেন। আরবের ঐতিহ্যবাহী লম্বা গাউন পরেছিলেন। মুসলিম সংস্কৃতি অনুযায়ী তার মাথা ছিল কালো হিজাবে আবৃত।
ইভানকা ইয়াহুদি ধর্মাবলম্বী হলেও মুসলিম নারীদের মতোই ঘুরে দেখেছেন মুসলমানদের এ পবিত্র মসজিদ। মসজিদের নান্দনিক সৌন্দর্য, নকশা ও কারুকাজ হাত দিয়ে ছুঁয়েও দেখেছেন তিনি।
এমএমএস/জেআইএম