যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন ৯২ বছরের লেপল
ইউরোপের দেশ বেলজিয়ামের প্রবীণ নারী ছিলেন জর্জেট লেপল। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল ৯২ বছর। তিনি ২০১১ সালে ইসলামের সৌন্দর্য দেখে প্রতিবেশীর অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
জানা যায়, প্রবীণ এ নারীর শেষ ৫০ বছরের প্রতিবেশী ছিলেন মুহাম্মাদ ও তার পরিবার। লেপলের মেয়ে ছাড়া পরিবারের আর কেউ জীবিত না থাকায় তিনি মুহাম্মাদের পরিবারের সঙ্গে বসবাস শুরু করেছিলেন।
মুহাম্মাদের এক ছেলে ও ২ মেয়ের সঙ্গী হয়েছিলেন প্রবীণ এ নারী। প্রতিবেশী মুহাম্মাদের মা জীবিত না থাকায় তিনি পেয়েছিলেন নতুন মা।
মুহাম্মাদের পরিবারের সঙ্গে থাকার সময় কাছ থেকে দেখেছিলেন ইসলামে রীতিনীতি। এগুলোই তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছিল। লেপল খেয়াল করেছিলেন, মুসলিম পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কীভাবে কথা বলেন, তার খোঁজ-খবর কীভাবে রাখেন। তাদের পারস্পরিক সহযোগিতা, সেবা-যত্ন ও প্রার্থনা দেখে তার খুবই ভালো লেগেছিল।
কোনো এক রমজান মাসে জর্জেট পেপল এ মুসলিম পরিবারের সঙ্গে মরক্কো ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি অনেক লোককে একসঙ্গে রোজা পালন করতে দেখেছিলেন। এছাড়া একে অপরকে যত্ন ও মেহমানদারি করতে দেখেছিলেন।
মরক্কো ভ্রমণকালে তিনি চিন্তা করেন, জীবনের শেষ সময়ে এসে ইসলামের সৌন্দর্য দেখতে পেলেন। তাই জীবনের শেষ সময়ে ২০১১ সালে ইসলামের সন্ধান পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছিলেন।
পেপল পরিবারের সঙ্গে মরক্কো থেকে ব্রাসেলসে ফিরে এসে ব্রাসেলস মসজিদে বসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সে সময় নিজের নাম পরিবর্তন করে ‘নূর ইসলাম’ রেখেছিলেন। ইসলাম গ্রহণের তিন বছর পর ২০১৪ সালে তিনি মারা যান।
এমএমএস/এসইউ/জেআইএম/এমএস