খাঁটি মুসলমানের পরিচয়
কুরআন ও হাদিস আমাদের মাঝে এখনো জীবন্ত আছে। এ দু`টো থেকে অল্প অল্প করে বাস্তব জীবনে আমল করলে প্রতিটি মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস জাগো নিউজে তুলে ধরা হলো। বর্তমান প্রেক্ষাপটে যার গুরুত্ব অত্যধিক।
এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
اَلْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
অর্থাৎ খাঁটি মুসলমান ঐ ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। (বুখারি ও মুসলিম)
উপরোক্ত হাদিসের প্রয়োজনীয়তা অত্যধিক। ঘরে কি বাইরে সর্বত্র মানুষ অসংখ্য কলহ-বিবাদে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদিসের আমলই মানুষের বাস্তব জীবনে নিয়ে আসতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধি। দূর করতে পারে হিংসা-বিদ্বেষ, মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা এবং অরাজকতা।
পরিশেষে...
ব্যক্তি, পরিবার, সমাজ তথা জীবনের সর্বক্ষেত্রেই একে অপরের অধিকারের প্রতি যথাযথ দৃষ্টি রাখা একান্ত দরকার। হাদিসের শিক্ষাও তাই। এ হাদিস পরস্পরের প্রতি সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধবে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]
জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।
এমএমএস/পিআর