ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মসজিদে আকসায় নামাজ পড়ার স্বপ্ন দেখে ৭ বছরের আবু তাহা!

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ নভেম্বর ২০১৯

৭ বছরের শিশু ফিলিস্তিনের কনিষ্ঠতম কুরআনের হাফেজ ইয়াহিয়া নুরুদ্দীন রায়িস আবু তাহা। ছোট্ট আবু তাহার একমাত্র ইচ্ছা হলো অসংখ্য নবি-রাসুলের আগমনের শহর জেরুজালেম নিজ চোখে দেখা এবং মসজিদে আকসায় নামাজ আদায় করা।

হাফেজ ইয়াহিয়া নুরুদ্দীন রায়িস আবু তাহা। বর্তমানে তার বয়স ৭ বছর। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফেহ-এর বাসিন্দা। অল্প বয়সে পবিত্র কুরআনুল কারিম মুখস্ত করে আবু তাহা স্বপ্ন দেখেন নিজ চোখে দেখবে জেরুজালেম শহর এবং মসজিদে আকসায় পড়বেন নামাজ।

আবু তাহা’র ভাষায়, ‘আমার বয়স ৭ বছর। আমি আমার পিতা-মাতা ও শিক্ষকদের সহায়তায় মহাগ্রন্থ আল-কুরআনুল কারিম মুখস্ত করতে সক্ষম হই।’

পড়াশুনায় সফল হয়ে চিকিৎসক হওয়ারও স্বপ্ন দেখে ছোট্ট আবু তাহা। কনিষ্ঠ হাফেজ আবু তাহা’র একমাত্র ইচ্ছা জেরুজালেম শহর নিজ চোখে দেখা এবং মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করা।

আল্লাহ তাআলা ছোট্ট হাফেজ আবু তাহা’কে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন