কুরবানিতে অপারগ ব্যক্তির জন্য সুখবর!
প্রেম-ভালোবাসার মতো ত্যাগ ও উৎসর্গেও রয়েছে আনন্দ-তৃপ্তি। তাইতো সামর্থ্য না থাকা সত্ত্বেও মানুষ কুরবানি দিতে চায়। একান্তই যারা কুরবানি করতে অপারগ তাদের করণীয় কি? জাগো নিউজে তা তুলে ধরা হলো-
>> কুরবানি করার সামর্থ নেই, এমন ব্যক্তির উচিত যে, সে কুরবানির পরিবর্তে তার চুল কাটবে, নখ কাটবে এবং নাভির নিচের চুল পরিষ্কার করবে। একাজ তার জন্য কুরবানি হিসেবে প্রযোজ্য হবে। (আবু দাউদ, নাসাঈ)
>> হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমার একটি দুধাল উষ্ট্রি বা ছাগী ব্যতীত আর অন্য কিছু নেই। আমি কি উহা দ্বারা কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন না, অতঃপর ইরশাদ করলেন, خُذْ مِنْ شَعْرِكَ وَ اَظْفَارِكَ وَ تَحْلُقْ عَانِتَكَ فَذلِكَ تَمَامُ اُضْحِيَّتِكَ অর্থাৎ `বরং তুমি কুরবানির দিন স্বীয় নখ, চুল, গোফ ও তলদেশের চুল পরিষ্কার কর। এটি তোমার কুরবানি বলে গণ্য হবে।` (আবু দাউদ, নাসাঈ, মিশকাত)
পরিশেষে...
আমরা যারা কুরবানি দিতে একান্তই অপারগ তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম-এর এ হাদিসটি আশার বাণী। এ হাদিসের ওপর আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম-এর সুন্নাতকে বাস্তবায়ন করি এবং কুরবানির ছাওয়াব লাভ করি। আল্লাহ তাআলা আমাদের কুরবানির ছাওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।
জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।
এমএমএস/এমএস