ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ইন্দোনেশিয়ায় কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন করেছে সৌদি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আন্তর্জাতিক বইমেলা হবে আর তাতে পবিত্র কুরআনুল কারিমের পাণ্ডুলিপি থাকবে না তা কি হয়? কুরআন নাজিলের দেশ সৌদি আরব দেশটির আন্তর্জাতিক এ বইমেলায় উপস্থাপন করেছে পবিত্র কুরআনের অনূদিত ৫ হাজার পাণ্ডুলিপি।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর শেষ হয়েছে আন্তর্জাতিক এ বইমেলা। এ বইমেলায় অংশগ্রহণ করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, প্রচার ও গাইডেন্স সংস্থা। বইমেলায় সৌদি আরবের স্টলকে আলোকিত করেছে ইন্দোনেশিয়ান ভাষায় অনূদিত কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি।

এসব পাণ্ডুলিপি সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অবস্থিত বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্ট সেন্টার থেকে প্রকাশ করা হয়েছে। অনূদিত কুরআনের এসব পাণ্ডুলিপি দেখতে সৌদি আরবের স্টলে ছিল সবচেয়ে বেশি ভিড়। শিশু-কিশোর থেকে যুবক-বৃদ্ধ কেউ বাদ যায়নি এ তালিকা থেকে।

ইন্দোনেশিয়ার আন্তর্জাতি এ বইমেলায় সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিলো- মুসলিম উম্মাহর ইসলামিক সেবা প্রদানের জন্য বই প্রকাশনা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রগুলির সাথে অভিজ্ঞতা বিনিময় করা।

সৌদি আরব পবিত্র কুরআনের অনূদিত পাণ্ডুলিপি ছাড়াও উলুমুল কুরআন বা কুরআনি বিজ্ঞানসহ ইসলাম ধর্মী সম্পর্কিত অনেক বই উপস্থাপন করে।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন