ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মুয়াজের তেলাওয়াত

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৬ মে ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা দ্বিতীয় রমজান শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মারকাযু ফয়জিল কুরআন ঢাকা’র ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

দুবাই অ্যাওয়ার্ড খ্যাত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজ মাহমুদ গতকাল (১৫ মে) বুধবার প্রতিযোগিতায় পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতে অংশগ্রহণ করেন। হাফেজ মুয়াজের হৃদয় কাড়া তেলাওয়াতে মুগ্ধ দর্শক স্রোতা ও বিচারকমণ্ডলী।

আগামী ১৪ রমজান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে। এ প্রতিযোগিতায় ভালো ফলাফল লাভে তার পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে, হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী’র ছাত্র। এ মাদরাসা থেকেই সে হিফজ সম্পন্ন করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় ৩২৭ জন প্রতিযোগির মধ্যে হাফেজ মুয়াজ প্রথম স্থান অর্জন করে এ প্রতিযোগিতার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

আল্লাহ তাআলা হাফেজ মুয়াজ মাহমুদকে দেশের পতাকা সমুন্নত করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন