ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সবচেয়ে বেশি সময় রোজা রাখে যেসব দেশের মানুষ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৪ মে ২০১৯

সংযমের মাস রমজান। এ মাসে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ সারাদিন উপোস করে থাকে। তবে সব দেশের মানুষের রোজা পালনের সময় এক নয়। এমন অনেক দেশ আছে যেখানে প্রায় ২১ ঘণ্টা উপোস থেকে রোজা পালন করতে হয়। আবার এমন অনেক দেশও আছে যাদের রোজা অনেক কম সময়ে সম্পন্ন হয়।

২০১৯ সাল মোতাবেক ১৪৪০ হিজরির রমজান মাসে সবচেয়ে বেশি সময় ধরে রোজা পালন করে থাকেন রাশিয়ার মুরমান্স-এর অধিবাসীরা। তারা ২০ ঘণ্টা ৪৫ মিনিট সময় ধরে রোজা পালন করে থাকেন।

সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখে যেসব দেশের মানুষ, সেসব দেশগুলো হলো-
>> ২০ ঘণ্টা ৪৫ মিনিট : রাশিয়ার মুরমান্সক শহর।
>> ১৯ ঘণ্টা ২৬ মিনিট : আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক।
>> ১৯ ঘণ্টা ৪৩ মিনিট : সুইডেনের লুলিয়া শহর।

roja

>> ১৯ ঘণ্টা ১৭ মিনিট : আলাস্কার ফেয়ারব্যাংকস শহর।
>> ১৮ ঘণ্টা ৩৪ মিনিট : আলাস্কার অ্যাংকারিজ শহর।
>> ১৮ ঘণ্টা ৪৩ মিনিট : নরওয়ের অসলো শহর।
>> ১৮ ঘণ্টা ১২ মিনিট : ডেনমার্কের কোপেনহেগেন।
>> ১৮ ঘণ্টা ৩৮ মিনিট : সুইডেনের স্টকহোম।
>> ১৮ ঘণ্টা ১২ মিনিট : স্কটল্যান্ডের এডেনবার্গ।
>> ১৭ ঘণ্টা ৫১ মিনিট : ইংল্যান্ডের রাজধানী লন্ডন।
>> ১৭ ঘণ্টা ৫৪ মিনিট : জার্মানির বার্লিন।

>> ১৭ ঘণ্টা ০৯ মিনিট : ফ্রান্সের রাজধানী প্যারিস।
>> ১৬ ঘণ্টা ২৩ মিনিট : রাশিয়ার রাজধানী মস্কো।
>> ১৬ ঘণ্টা ৩১ মিনিট : ওয়াশিংটনের সিটল।
>> ১৫ ঘণ্টা ৫৮ মিনিট : কানাডার টরেন্টো।
>> ১৫ ঘণ্টা ৫৫ মিনিট : ইতালির রোম।
>> ১৫ ঘণ্টা ৪৮ মিনিট : গ্রীসের অ্যাথেন্স।
>> ১৫ ঘণ্টা ২৬ মিনিট : ইরানের তেহরান।
>> ১৫ ঘণ্টা ১৬ মিনিট : লেবাননের বৈরুত।
>> ১৫ ঘণ্টা ১৪ মিনিট : ইরাকের বাগদাদ।

>> ১৫ ঘণ্টা ১৪ মিনিট : পাকিস্তানের ইসলামাবাদ।
>> ১৫ ঘণ্টা ০৬ মিনিট : ফিলিস্তিনের জেরুজালেম।
>> ১৫ ঘণ্টা ০৬ মিনিট : মিসরের কায়রো।
>> ১৫ ঘণ্টা ৩৮ মিনিট : আমেরিকার নিউ ইয়র্ক।
>> ১৫ ঘণ্টা ০১ মিনিট : আমেরিকার লস অ্যাঞ্জেলস।
>> ১৫ ঘণ্টা ৪২ মিনিট : পেরুর লিমা।

বিশ্বের বিভিন্ন দেশে যত লম্বা সময় ধরেই দিন হোক না কেন, মুসলিম উম্মাহ আল্লাহর বিধান পালনে এ দীর্ঘ সময় দিনের বেলায় পানাহারসহ যাবতীয় বিধি-নিষেধ পালন করে থাকে।

আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের সব মুসলিমকেই ধৈর্য ও সংযমের মাধ্যমে রোজা পালন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন