জাতীয় কুরআন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলছে
তারতিলের সঙ্গে কুরআন তেলাওয়াতের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে ‘শেখ রশিদ বিন মাহমুদ আল-মাকতুম জাতীয় কুরআন প্রতিযোগিতা’র ১৩তম আসরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী শিশু, কিশোর ও তরুণরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ২৪ মার্চ প্রতিযোগিতা শুরু হবে।
দুবাই হলি কুরআন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট-এর তত্ত্বাবধানে জাতীয় এ কুরআন প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।
অনুর্ধ্ব ১৩ বছরের শিশু, ১৩ থেকে ২৫ বছরের কিশোর-কিশোরী এবং ২৫ বছরের তরুণরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন করতে পারবে।
আরও পড়ুন > বরিশালের হুমায়ুন হাতে লিখলেন পুরো কুরআন
সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ও বিদেশি ইমামরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
জাতীয় এ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকরা অনলাইনে আবেদন অথবা ইন্সটিটিউটে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
উল্লেখ্য যে, প্রতিবছরই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় কুরআন প্রতিযোগিতার ১৩তম আসর এটি। দুবাই হলি কুরআন অ্যাওয়ার্ড কমিটি অনেক গুরুত্বের সঙ্গে এ প্রতিযোগিতা আয়োজন করে থাকে।
এমএমএস/জেআইএম