ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মানবজাতির জন্য মাটির সতর্কবাণী

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৬ আগস্ট ২০১৫

আল্লাহর সৃষ্টি জগতের সব সৃষ্টিরই রয়েছে নিজস্ব ভাষা। পৃথিবীতে বিচরণশীল সব প্রাণী যে মাটির ওপর চলাফেরা করে, সে মাটিরও রয়েছে নিজস্ব ভাষা। যে ভাষা মানুষ বুঝতে পারে না। মাটি দুনিয়ায় বসবাসরত মানুষকে তার কর্মের ব্যাপারে দৈনিক পাঁচ বার সতর্ক করে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হল-

মাটির ঘোষণা
১. হে মানবজাতি! আজ তোমরা আমার পিঠের ওপর চলাফেরা করছ! একদিন তোমাদেরকে আমার উদরে প্রবেশ করতে হবে।

২. হে মানবজাতি! তোমরা আমার পিঠের ওপর বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আহার করছ। কিন্তু আমার উদরের কীট-পতঙ্গ তোমাদের ভক্ষণ করবে।

৩. হে মানবজাতি! তোমরা আমার পিঠের ওপর নিশ্চিন্তে হাসছো, জেনে রাখ, কিছুক্ষণ পরেই আমার উদরে প্রবেশ করে তোমাদের কাঁদতে হবে।

৪. হে মানবজাতি! আজ তোমরা আমার পিঠের ওপর আনন্দিত। আমার উদরে প্রবেশের পর তোমরা হবে দুঃখে জর্জরিত।

৫. হে মানবজাতি! আজ তোমরা আমার পিঠের ওপর গোনাহ করছ। কিন্তু জেনে রাখ! আমার উদরে প্রবেশের সঙ্গে সঙ্গে তোমাদেরকে গোনাহের শাস্তি দেয়া হবে। (তাম্বিহুল গাফিলিন)

করণীয়...
প্রত্যেক মানুষকে এখনই সতর্ক হওয়া দরকার। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে মানুষকে এই ঘোষণা থেকে আত্মরক্ষা করা। সুতরাং মানুষের উচিত, নামাজের নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। আল্লাহ আমাদের সঠিক সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/এইচআর/এমএস