দারুল উলুম দেওবন্দে তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ
ভারতের সুপ্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'দারুল উলুম দেওবন্দ' মাদরাসা আঙিনায় তাবলিগের সার্বিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ ১৭ জানুয়ারি ২০১৯ দেওবন্দ মাদরাসার প্রধান ফটক ‘বাবুজ জাহের’-এর নোটিশ বোর্ডে এ নিষেধাজ্ঞা নোটিশ টানানো হয়। এ নিয়ে দ্বিতীয় বারের মতো এ কড়া নিষেধাজ্ঞা জারি করলো দারুল উলুম দেওবন্দ।
দারুল উলুম দেওবন্দের মুহতামিম আবুল কাশেম নুমানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞায় যা বলা হয়-
প্রিয় ছাত্রবৃন্দ!
দ্বীনের প্রচার ও প্রসারের কাজ আমাদের ওপর ফরজ। তবে তাবলিগ জামাতের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে সৃষ্ট ফেতনা থেকে দারুল উলুমকে বাঁচানোর জন্য দারুল উলুম কর্তৃপক্ষ প্রথম থেকেই এ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে-
- দারুল উলুমের কোনো ব্যক্তি (তাবলিগের) দুই পক্ষের কারো সঙ্গে সম্পর্ক রাখবে না।
এ জন্য প্রিয় ছাত্রবৃন্দ! দারুল উলুমের (দেওবন্দের) চৌহদ্দির ভেতর ও বাহিরে তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিয়ে মাথা ঘামাবে না।
যদি দারুল উলুমের (দেওবন্দের) কোনো ছাত্র কিংবা বহিরাগত কেউ দারুল উলুমের (দেওবন্দের) চৌহদ্দির ভেতর এ (চলমান সঙ্কটের) ব্যাপারে মাথা ঘামায়, তাহলে অন্য ছাত্ররা এতে (নিজেদের) না জড়িয়ে কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করবে।
যদি কোনো ছাত্র আইন অমান্য করে কোনো নিষিদ্ধারোপিত কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে।
আবুল কাসেম নুমানি
মুহতামিম, দারুল উলুম দেওবন্দ
১০-০৫-১৪৪০ হিজরি
এমএমএস/জেআইএম