ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মুফতি আব্দুল কাইয়ুম কাসেমির ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম কাসেমি গতকাল ০৯ ডিসেম্বর রোববার রাত সাড়ে ১১ টায় উত্তরার লুবনা হাসপাতালে চিকিৎসাধিীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস ও কিডনি রোগে ভুগছিলেন।

মুফতি আব্দুল কাইয়ুম কাসেমি গাজীপুর জেলার টঙ্গির সাতাইশে জামিয়া উসমানিয় দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। তিনি অলিম্পিয়া মসজিদে দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করেন।

মুফতি আব্দুল কাইয়ুম কাসেমির ওয়াজ-নসিহত, বয়ান, শের ও তেলাওয়াত মানুষকে ইসলামের প্রতি মোহচ্ছন্ন করে তুলতো।

তিনি ছিলেন একাধারে শায়খুল হাদিস, মুফতি ও পবিত্র কুরআনুল কারিমের হাফেজ। তিনি ছিলেন দেশের সাড়া জাগানো ব্যক্তিত্ব ও প্রখ্যাত আলেম। তার মৃত্যুতে ছাত্র শিক্ষক গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশে তার জানাযা হওয়ার কথা রয়েছে।

আল্লাহ তাআলা ইলমে দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন